আন্তর্জাতিকরোহিঙ্গা সমাচার

ঢাকায় সু চির বিশেষ দূত

টেকনাফ ভিশন ডেস্ক:
ঢাকায় সু চির বিশেষ দূত

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত ঢাকায় এসেছেন। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ চ থিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল নভো এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেলে ঢাকায় আসেন। সু চির বিশেষ দূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত ৯ অক্টোবর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলা হয়। এর জের ধরে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর ব্যাপক দমন-পীড়ন শুরু করে। এর ফলে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিতে থাকে। এ ঘটনায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

রেহিঙ্গাদের উপর দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে মিয়ানমার। বাংলাদেশও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায়।

এ সব সমালোচনার মুখে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দেন সু চি।

Comment here