ক্রাইমটেকনাফ

ফলোআপ : নামাজ শেষে ফেরার পথে বৃদ্ধ খুন : টেকনাফে নয় জনকে আসামি করে মামলা

কক্সবাজার প্রতিনিধি :

টেকনাফের শাহপরীরদ্বীপের বৃদ্ধ নুরুল হক (৬৫) নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। নিহতের ছেলে শামশুল আলম বাদী হয়ে গত ৯ নভেম্বর মঙ্গলবার টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেন। এতে স্হানীয় মোহাম্মদ হোসেন পুতুইন্নার ছেলে মো: ইয়াছিনকে প্রধান আসামি করে ছয় জন নামীয় ও তিন জন অজ্ঞাতসহ মোট নয় জনকে আসামি করা হয়। জানা যায়, সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনার পাড়ার মৃত পুতন আলীর ছেলে নুরুল হক (৬৫) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। মামলার বাদী শামসুল হক জানান, তার বাবা মাগরিবের নামাজের পর বাড়ি ফেরার পথে একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াসিনসহ (২৮) ও তার স্ত্রী হাসিনা বেগম, একই এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে আলী হোসনসহ ৮/৯ জন পূর্বশত্রুতার জের ধরে কিল-ঘুষি ও ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা বলে জানান তিনি। পরে এ ঘটনায় গত ৯ নভেম্বর মঙ্গলবার টেকনাফ মডেল থানায় নয় জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, ” কোনার পাড়ায় একটি সংঘাতে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।”

Comment here