টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এ কেএম নুরুল করিম রাসেল;র প্রিয় “মা” খালেদা খানম আর নেই। তিনি আজ সকাল সাড়ে ৮ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ কাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লে্খ্য মরহুমা খালেদা খানম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক টেকনাফ সংগ্রাম কমিটির সদস্য সচিব ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার এম এ শুকুরের সহধমির্নী ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা.এ কে এম রেজাউল করিমরে মা। এদিকে মরহুমার মৃত্যুতে টেকনাফ ভিশন পরিবারের গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক নুরুল করিম রাসেল’র “মা” আর নেই : টেকনাফ ভিশন পরিবারের শোক

Comment here