অন্যান্যটেকনাফ

সাগরে নিম্নচাপ : শতাধিক পর্যটকের সেন্টমার্টিন অবস্থান

কক্সবাজার প্রতিনিধি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এর ফলে শুক্রবার টেকনাফ -সেন্টমার্টিন পর্যটকallart জাহাজ চলাচল বন্ধ থাকে। এরআগে গত বৃহস্পতিবার সেন্টমার্টিন্স এ ঢোল পিঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যাতে বৃহস্পতিবার বিকেলে পর্যটকরা সেন্টমার্টিন ছাড়ে। কিন্তু এরপরও শতাধিক পর্যটক সেখানে রয়ে যায় বলে জানিয়েছেন সেন্ট মার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমেদ জানিয়েছেন, ঢোল পিঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া সংবাদ, যাতে বৃহস্পতিবার সেন্টমার্টিন্স ছাড়ে সকল পর্যটক। এরপরও শতাধিক পর্যটক রয়ে যায়। এ বিষয়ে স্থানীয় প্রশাসন সর্তক রয়েছে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সফিউল আলম জানান, বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সাগরে নি¤œচাপ সৃষ্টি হয়েছে, সর্তক সংকেত বাড়তে পারে, যেন পর্যটকরা সেন্টমার্টিন্স ত্যাগ করেন। এরপরও বেশ কিছু পর্যটক সেন্টমার্টিন্সে অবস্থান করছে বলে জানা গেছে।
এদিকে কেয়ারী গ্রæপের ব্যবস্থাপক শাহ আলম জানিয়েছেন, ৩ নং সর্তক সংকেত চালু থাকায় শুক্রবারে জাহাজ চলাচল বন্ধ রয়েছে তবে বেশ কিছু পর্যটক কাঠের বোটে করে সেন্টামার্টিন্স ছেড়েছে। এবার আগে সর্তকামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই ঝামেলা কম হয়েছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে ,চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি
এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকালে রাজধানী ঢাকাতেও শুরু হয়েছে বৃষ্টি। আগামী দু’দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Comment here