অন্যান্যক্রাইমটেকনাফসারাদেশ

স্ত্রীর তালাকে বিক্ষুদ্ধ স্বামী অপহরণ করল শ্যালিকা!

টেকনাফ প্রতিনিধি::
স্ত্রী তালাক দেওয়ায় বিক্ষুদ্ধ স্বামী অপহরণ করল শ্যালিকাকে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎকন্ঠায় রয়েছে অপহৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই রবিবার টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামে। অপহৃত কিশোরী হচ্ছে আবদুল গফুর মাঝির কন্যা রুমাইয়া আক্তার।
জানা যায়, গত ৮/৯ বছর পুর্বে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র মোঃ করিমের সাথে একই এলাকার আবদুল গফুর মাঝির কন্যা মাহফুজা বেগমের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৩ ছেলে মেয়ে রয়েছে। পেশায় টমটম চালক হলেও করিম ধীরে ধীরে মাদক ইয়াবার প্রতি ঝুঁকে পড়ে। ইয়াবাসক্ত হয়ে এতো মারাত্মক আকার ধারন করে যে স্ত্রী-সন্তানকে পর্যন্ত ভূলে যায়। পরিবারের ভরনপোষন ইত্যাদি না দেওয়ায় এক পর্যায়ে গত ১০/১২ আগে স্ত্রী মাহফুজা স্বামী করিমকে তালাক প্রদান করে। এতে সে ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাত নয়টার দিকে পার্শ্ববর্তী এক বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে কিশোরী রুমাইয়াকে বড় বোনের তালাক প্রাপ্ত স্বামী করিম তাকে অপহরন করে নিয়ে যায়।
এব্যাপারে অপহৃত কিশোরীর বাবা আবদুল গফুর মাঝি জানান, বুধবার বিকেলে করিমের সাথে মোবাইলের মাধ্যমে আলাপে জানা যায়, সে আগের সংসার ফিরে পাওয়ার জন্য আমার ছোট মেয়েকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার আমার বড় মেয়ের সাথে আগের সংসার ফেরত দেওয়ার শর্তে রুমাইয়াকে ফেরত দেওয়ার কথা রয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দীন খাঁন জানান, এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comment here