টেকনাফ

হোয়াইক্যংয়ের মৎস খামারী মোহাম্মদ আলীর প্রতিবাদ

কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত “র‌্যাবের হাতে ইয়াবাসহ হোয়াইক্যং উনছিপ্রাংয়ের আলী হোছন আটক” শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন কুতুবদিয়া পাড়ার মৎস্য খামারী মোহাম্মদ আলী। তিনি বলেন , ২০ জানুয়ারি দুপুরে হোয়াইক্যং বাজারের পাশ থেকে ইয়াবাসহ আটক হয় আলী হোছন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের বিশেষ সংস্থা র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেন। প্রকৃত আসামীকে ইয়াবাসহ হাতেনাতে ধরে থানায় সোপর্দ করে মামলা দায়ের করেন। কিন্তু কোথাও আমি জড়িত না থাকলেও কয়েকটি গণমাধ্যমে উদ্দ্যেশ্যমূলক ভাবে আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার নামান্তর। আমি উক্ত সাজানো সংবাদের তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই যে, এক সময় অটোরিক্সা ভাড়া দিয়ে ও পরে মৎস খামারে চাষাবাদ করে জীবনজীবীকা নির্বাহ করে যাচ্ছি। এলাকার প্রতিপক্ষ কেউ আমাকে হয়রানির উদ্দ্যেশ্যে মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরুধ জানাচ্ছি।
প্রতিবাদকারী: মোহাম্মদ আলী,
পিতা: মৃত আবুল কাশেম,
কুতুবদিয়া পাড়া,
হোয়াইক্যং, টেকনাফ।

Comment here