আন্তর্জাতিক

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

টেকনাফ ভিশন ডেস্ক:জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শুক্রবার সকাল ১১টার দিকে (স্থানীয় সময় ২টা ৫ মিনিট) জাপানের পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে এ ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ততোরি প্রদেশের কুরায়াশি এলাকার ৮ কিলোমিটার দক্ষিণে এ কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের খবরে বলা হয়, আগাম বার্তা পাওয়ার পর ততোরির কাছাকাছি শিয়াম পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ভূমিকম্পের মিনিটখানেক আগে নাগরিকদের মোবাইলে ওই আগাম বার্তা পাঠায় আবহাওয়া অধিদপ্তর। বার্তা পাওয়ার পর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কিত অনেককেই নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।##

Comment here