টেকনাফ

টেকনাফের সাবেক এমপি আব্দুল গণি চেয়ারম্যানের সহধর্মিনীর ইন্তেকাল:আল জামেয়া পরিবারের শোক

বিশেষ প্রতিবেদক:কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আল্হাজ আব্দুল গণী চেয়ারম্যান এর মহিয়সী স্ত্রী হাজী মুশফিকা বেগম (৮০) এর ইন্তেকালে আল-জামিয়া পরিবার গভীরভাবে শোকাহত।
কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আল্হাজ আব্দুল গণী প্রকাশ (গণী চেয়ারম্যান) এর মহিয়সী স্ত্রী হাজী মুশফিকা বেগম (৮০) এর ইন্তেকালে টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার মুহতামিম মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক এক বিবৃতিতে গভীর প্রকাশ করে বলেন,মরহুমা হাজী মুশফিকা বেগম একজন ভাগ্যবান মুসলমান, তার বর্ণাঢ্য জীবনের কোন নেক আমলের উসিলায় হয়ত এমন একটি বরকতময় মুহুর্তে তার ইন্তেকাল হয়েছে, কারণ হাদীস শরিফে আছে শুক্রবার রাতে অথবা দিনের বেলায় কোন মুসলমানের মৃত্যু হলে তার কবর আযাব মা’আফ হয়ে যায়। তিনি আরো বলেন আমরা আল-জামিয়া কর্তৃপক্ষ মহান আল্লাহর শাহী দরবারে তার পরিপূর্ণ মাগফিরাত, কবর আযাব মুক্তি ও চিরস্থায়ী শান্তি পাওয়ার জন্য এবং শোক সন্তপ্ত পরিবারকে যথাযথ ধর্য্য ধারণ করে উভয় জাহানের সফলতা দান করার জন্য আন্তরিক ভাবে দু’আ করছি। মরহুমার নিজ সন্তান বিশিষ্ট সমাজ সেবক আল্হাজ সাইফুদ্দীন চৌধুরী (০১৮১৮৮৯৭০১১) সূত্রে জানাগেছে ঢাকার ঐতিহ্যবাহী স্কয়ার হাসপাতালের আইসিও বিভাগের ১০ নম্বর রুমে সর্ব উন্নত চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বাদে আসর বেলা ডুবার পূর্বে (দু’আ কবুল হওয়ার বিষেশ মুহুর্ত) তিনি শেষ নিস্বাশ ত্যাগ করেন। মৃতকালে তিনি স্বামী, ৮ ছেলে ২ মেয়ে সহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। স্থানীয় ভাবে জানা যায়, মরহুমা হাজী মুশফিকা বেগম এলাকায় একজন ধর্মপরায়ন ও দ্বানবীর হিসেবে সকলের নিকট অতীব শ্রদ্ধেয়া ছিলেন। তার ইন্তেকালে টেকনাফের আল-জামিয়া ক্যাম্পাস সহ সর্বত্রে শোকের ছায়া পরিলক্ষিত হচ্ছে, মরহুমার অপর পুত্র আল্হাজ রেজাউল হাসান (০১৬৮৭৩৫৬৬৪৪) জানান লাশ যেহেতু এখনো ঢাকায় সেহেতু এইমুহুর্তে আমরা জানাযার জন্য সময় নির্ধারণ করতে পারছিনা। তবে নিজ এলাকা টেকনাফ পৌঁছতে যতক্ষন সময় লাগে তার বাইরে সুন্নাতের পরিপন্তি হিসাবে একটুও দেরী করা হবেনা। তিনি আরো বলেন, ইনশাআল্লাহু তা’আলা আমরা অতি তাড়াতাড়ী পরামর্শক্রমে জানাযার স্থান ও সময় ঘোষনা করে দেব।

Comment here