টেকনাফরাজনীতি

টেকনাফে পৌর বিএনপি’র ইফতার মাহফিল নিয়ে ধু¤্রজাল !


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
টেকনাফে পৌর বিএনপি’র ইফতার মাহফিল নিয়ে ধু¤্রজাল  সৃষ্টি হয়েছে। বিশেষ করে পূর্বনিধার্রিত স্থান গ্রীন গার্ডেণ হলে ১৫ জুন বৃহস্পতিবার এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলে শেষমেষ তা হয়েছে পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়ীতে। এ নিয়ে চলছে নানান কথা। বিশেষ করে পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান আহমদের সর্মথকদের ভয়ে বর্তমান কমিটি পিছু হঠেছে এমন তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অনেক বিএনপি কর্মী সর্মথকের্।া যদিও বা পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, পুলিশ গ্রীণ গার্ডেন হলে অনুমতি না দেওয়ায় বাড়ীতে ইফতারের আয়োজন করা হয়েছে। তবে সাবেক সাধারন সম্পাদক হাসান আহমদ বলেছেন বর্তমানে পৌর বিএনপিতে আদর্শিক রাজনীতিবিদের দারুণ অভাব চলছে। যার কারনে ড্রইং রুমে বসে রাজনীতি চর্চা হচ্ছে। তিনি পৌর বিএনপির ইফতার মাহফিলের কোন দাওয়াত পাননি বলেও দাবী করেন। সম্প্রতি আব্দুর রাজ্জাককে সভাপতি ও রেজাউর রহমান রেজাকে সাধারন সম্পাদক করে ঘোষিত কমিটি নিয়ে জন্ম নেয় বির্তক। কেউ বলছেন ইয়াবা সিন্ডিকেটের কবলে পড়েছে পৌর বিএনপি। চিহ্নীত বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ীকে দলীয় পদ বিক্রি করে ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে টেকনাফ পৌর বিএনপিকে। এমনকি রাজনীতির কোন কর্মসুচীতে অংশ না নিয়েও শুধুমাত্র ইয়াবা ব্যবসায়ী তকমা মুছিয়ে রাজনীতিবিদ সাজাঁর জন্য কেউ কেউ অর্থের বিনিময়ে পদ ভাগিয়ে নিয়েছে। এ প্রসংগে পদ বঞ্চিত পৌর বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাসান আহমদ বলেন, সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করার পরও ইয়াবা সিন্ডিকেটের কারনে অনেক নেতাকর্মী সংগঠন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এভাবে সংগঠনের নেতৃত্ব বেচাবিক্রির কারনে আজ রাজপথ ছেড়ে টেকনাফ পৌর বিএনপি ড্রইং রুমে গিয়ে ঠেকেছে। এভাবে চলতে থাকলে আরকিছুদিন পর দল প্যাড নির্ভর হয়ে পড়তে পারে বলেও শংকা প্রকাশ করেছেন তিনি। এ প্রসংগে পৌর বিএনপির কর্মী আব্দুর রশিদ বলেন, বর্তমান নেতৃত্বের কাছে নেতাকর্মীরা এখন নিরাপদ নয়। রাজনৈতিক কর্মী বান্ধব নেতৃতে¦র হাতে এখন রাজনীতি না থাকায় হতাশ হয়ে পড়েছে বহু নেতাকর্মী। এদিকে পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম বলেন, সফল ভাবে ইফতার মাহফিল সম্পন্ন হওয়ায় অনেক সুযোগ সন্ধানীর গা জ্বালা বেড়ে গেছে। তারা মনে করেছে ষড়যন্ত্র করে সংগঠনের গতিশীলা বাধাগ্রস্থ করবে। কিন্তু আমরা তা হতে দেবো না। খোজঁ নিয়ে জানা যায়, ৪০/৫০ জন নিয়ে একটি ঘরোয়া ইফতার মাহফিল সম্পন্ন করেছে পৌর বিএনপি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মাহফিলে সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রধান অথিতি ছিলেন। এ প্রসংগে পৌর বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজার মোবাইলে সংযোগ না পাওয়ায় প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তার পেসবুক স্ট্যাটাস দেখে প্রতিক্রিয়া পাওয়া যায়। সেখানে তিনি উল্লেখ করছেন- অবশষেে সকল ষরযন্ত্র অতক্রিম করে টকেনাফ পৌর বএিনপরি ইফতার মাহফলি সফলও সম্পন্ন হল।

Comment here