খেলাধুলা

‘নিউজিল্যান্ডের সবাইকে বাংলাদেশের মোকাবেলার সামর্থ্য আছে’

টেকনাফ ভিশন ডেস্ক:ঘরের মাঠে একের পর এক সাফল্য পেলেও নিউজিল্যান্ডে গিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে নিউজিল্যান্ডের এক সাংবাদিক জানতে চান, টি-টোয়েন্টি বিশেষজ্ঞ কোরি অ্যান্ডারসনকে নিয়ে বাংলাদেশের বিশেষ পরিকল্পনা আছে কিনা।

উত্তরে সাকিব আল হাসান বলেন, শুধু কোরি অ্যান্ডারসন নয়। নিউজিল্যান্ড দলে আরও ভালো ব্যাটস্যমান ও বোলার রয়েছে। সবাইকে মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের আছে। আর সেই কাজটি ভালোভাবে করেই জিততে চায় বাংলাদেশ।

নেপিয়ারে সোমবার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পুরোপুরি অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে, মঙ্গলবার পুরো ওভারের ম্যাচই প্রত্যাশা করছেন সাকিব।

তিনি বলেছেন, আমার পুরো ওভারের ম্যাচই খেলতে চাই। তবে, বৃষ্টির কারণে যদি ম্যাচের ওভার কমে আসে সেক্ষেত্রে কোচ ও অধিনায়ক মিলে ঠিক করবেন আমাদের কৌশল কী হবে।

Comment here