আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা দক্ষিণ চীন সাগর নিয়ে

টেকনাফ ভিশন ডেস্ক:দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের আশংকা তৈরি হয়েছে। ঐ অঞ্চলে নির্মিত কৃত্রিম দ্বীপগুলোতে চীনকে যেতে বাধা দেওয়া হলে তা ভয়ংকর সংঘাতে রূপ নেবে বলে সতর্ক করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির।
এর আগে দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তারের বিষয়ে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের হুমকির জবাবে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে শুক্রবার এই পাল্টা হুঁমকি দেওয়া হয়েছে।
রেক্স টিলারসন বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন যেসব কৃত্রিম দ্বীপ তৈরি করছে যুক্তরাষ্ট্রের উচিত সেখানে তাদের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া।
চীনের অন্তত দুটি সংবাদপত্রে প্রকাশিত সম্পাদকীয়তে রেক্স টিলারসনের এই কথার তীব্র সমালোচনা করা হয়েছে।
কমিউনিষ্ট পার্টি নিয়ন্ত্রিত কট্টরপন্থী পত্রিকা গ্লোবাল টাইমস বলছে, যুক্তরাষ্ট্র যদি এরকম কিছু করে তাতে বড় আকারের যুদ্ধ শুরু হয়ে যাবে।
দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের ওপর চীন অনেক দিন ধরেই একগুচ্ছ কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। তবে সাগরের ঐ অঞ্চলকে যুক্তরাষ্ট্র ছাড়াও আরো অনেক দেশ নিজেদের বলে দাবি করছে।
কৃত্রিম দ্বীপগুলোতে চীন সামরিক স্থাপনা তৈরি করছে বলে স্যাটেলাইটে তোলা ছবি থেকে ধারণা পাওয়া যাচ্ছে।
রেক্স টিলারসন বলেছেন, রাশিয়া যেভাবে ক্রাইমিয়াকে দখল করে গ্রাস করেছে দক্ষিণ চীন সাগরে চীন অনেকটা সে কাজই করছে।
তার মতে, চীনকে একটা শক্ত সংকেত পাঠাতে হবে যাতে তারা এরকম কৃত্রিম দ্বীপ তৈরি বন্ধ করে। আর দ্বিতীয়ত এসব দ্বীপে তাদের ঢুকতে দেয়া উচিত হবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর জবাবে বলেছেন, দক্ষিণ চীন সাগর চীনের সীমানার মধ্যেই এবং সেখানে স্বাভাবিক তৎপরতা চালানোর অধিকার তাদের আছে।

Comment here