রামু

রামুতে অনুষ্ঠিত হল ব্যাতিক্রমী জাহাজ ভাসা উৎসব

images
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্নিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে আজ অনুষ্টিত হয়েছে কল্প জাহাজভাসা উৎসব। শুধু বৌদ্ধরা নন,হাজারো নরনারীর অংশগ্রহনে ব্যতিক্রমী এ উৎসব হয়ে ওঠে অসাম্প্রদায়িক মিলন মেলায়। বিকালে রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত এ উৎসবে ভাসানো হয় দৃষ্টি নন্দন ছয়টি কল্প জাহাজ।
জাহাজভাসা উদযাপন পরিষদের আহবায়ক পলক বড়–যা আপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ,রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাজাহান আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বৌদ্ধধর্ম মতে,প্র্রবারনা দিবসে এরকম সুসজ্জিত জাহাজে করে মহামতি বুদ্ধ বৈশালী নগর থেকে রাজগৃহে ফেরার পথে মানুষ,দেবতা,বক্ষ্রা,নাগ সবাই মহামতি বুদ্ধকে পূজা করেছিল। সেই হৃদয়স্পর্শী স্মৃতিকে অ¤øান রাখতে প্রায় শত বছর ধরে রামুতে জাহাজ ভাসা উৎসব হয়ে আসছে।

Comment here