টেকনাফ

শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সেনা তত্ত্বাবধানে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


টেকনাফ শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক অনুমোদিত ১০৬ কোটি টাকার প্রকল্পটি সুষ্ঠু ও টেকসই নির্মানের নিমেত্তে সেনাবাহিনী অথবা নৌবাহিনীর তত্ত¡াবধানে বাস্তবায়নের দাবিতে হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বাজারে কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য ও শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব সোনা আলীর নেতৃত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সেনা তত্ত¡াবধানে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এ মানববন্ধনে হাজার হাজার নারী,পুরুষ,বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,মসজিদের ইমাম, ব্যবসায়ী সমাজ সহ সর্বস্তরের জনতা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। উক্ত মানববন্ধনের নেতৃত্বদাতা আওয়ামীলীগ নেতা সোনা আলী মানববন্ধন পূর্ব সংক্ষিপ্ত বলেন,“ আমরা শাহপরীর দ্বীপ বাসী বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ার কারণে দীর্ঘ ৫ বছর কষ্ট ভোগের পর মাননীয় প্রধানমন্ত্রী বেড়িবাঁধ নির্মাণের জন্য ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। প্রকল্পটি দুর্নীতিমুক্ত ও টেকসই বাস্তবায়নের স্বার্থে কোন ঠিকাদারকে না দিয়ে সেনাবাহিনী অথবা নৌবাহিনীর তত্ত¡াবধানে বাস্তবায়ন চাই।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন, শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক এমএ হাশেম সিআইপি, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, সাবেক ইউপি সদস্য সনজিদা বেগম,শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদুল আলম, জসিম উদ্দীন, ডাংগর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ, আওয়ামীলীগ নেতা মনির উল্লাহ, জাহেদ হোসেন, ব্যবসায়ী হাফেজ মোঃ আরমান,মোঃ হাসান, মোঃ আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, ছাত্রলীগের মোঃ ফয়সাল, প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত জনতা শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণে ১০৬ কোটি টাকার বেড়িবাঁধ প্রকল্পটি সেনা তত্ত¡াবধানে নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, গত ২০১২ সালে শাহপরীর দ্বীপ পশ্চিমের বেড়িবাঁধ বিলীন হয়ে গেলে ২০১৬ সালের ১৬ আগস্ট একনেকের সভায় বেড়িবাঁধ নির্মাণের জন্য ১০৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বর্তমানে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

Comment here