কক্সবাজার সদরজাতীয়টেকনাফসারাদেশ

সিনহা হত্যা মামলার পলাতক আসামি এএসআই সাগর দেব আদালতে আত্মসমর্পণ

কক্সবাজার প্রতিনিধি : সিনহা হত্যা মামলার পলাতক আসামি এএসআই সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছেন।

কক্সবাজারের টেকনাফে গুলি করে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পলাতক আসামি এএসআই সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছেন।

দীর্ঘ ১০ মাসের বেশি সময় পলাতক থাকার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে প্রদীপ সহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Comment here