টেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

হেলাল উদ্দিন,টেকনাফ:হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ১জুলাই সকাল ১০টায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষ্যে কলেজ হলরোমে একসভা মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষিকা রাবেয়া বিনতে বাদশার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ,ন,ম তৌহিদুল মাশেক তৌহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারী জেনারেল হেলাল উদ্দিন আহমদ,ট্রাস্টি মাওলানা শাকের আহমদ,হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজনীতিবিদ মাহবুব মোরশেদ,ট্রাস্টি রফিক আহমদ চৌধুরী,২০১৭সালের পরীক্ষার্থী রবিজ আহমদ ও দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী আফরোজা সোলতানা মমতা প্রমুখ। সভায় বক্তারা বলেন,বর্তমানে টেকনাফের মাদকাসক্তের দূর্নাম ঘুচাতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী হতে হবে। কেবলমাত্র সনদ অর্জনের জন্য পড়াশুনা নয় বরং সবাইকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ও কলেজ কাজ করে যাচ্ছে। আপনাদের সকলের সম্মিলিত প্রয়াস এই লক্ষ্য পূরণে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Comment here