“বাঁচাব অর্থনীতি”

“চতুর্দশ পদি কবিতা”

হে জন,নাহি কিছু মোর দিব বিধায়,
আমি হতভাগা, বড়ই যে অসহায়,
তুমি ভূখা, বাস্তুহারা, আমি নিরুপায়,
কর্মের পর, মা- বাবা ছিল না ধরা’য়,
নিজে ক্ষুধার্ত, দিতে পারি দুই তনয়।

যদি পারো কিছু, তাদের সহায়তায়,
বাধ্য সন্তান মোর, দিবে মন তোমায়,
বাঁচার জন্য যা গুরুত্ব, তা হচ্ছে তোয়,
খাদ্য দিতে না পারে,গড়ে দিবে আলয়,
পাবেই অন্ন, নেত্রীর দৃঢ় অভিপ্রায়।

বজায় দূরত্ব, অর্থনীতি কুবলয়,
ভ্যাকসিন”আসবে,অপেক্ষার সময়।
হয় মরবো, তবু বাঁচাব সুধাময়,
ধনবিজ্ঞান”ই লক্ষ্য,বাঁচার আশ্রয়।
লেখক- আদিল মাহমুদ
ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থান,ফেনী।