কক্সবাজারজাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফে পৃথক অভিযানে ৬ চোরকারবারী আটক : ইঞ্জিন বোট সহ কাঠের নৌকা জব্দ

মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
মিয়ানমার সীমান্তে উত্তেজনার মধ্যেও থেমে নেই চোরাইকারবারীরা। নিত্যদিন সীমান্ত উত্তেজনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চোরাইপন্য পাচার। যদিও বা খবর পাওয়া মাত্র আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে চোরাইপন্য উদ্ধার ও জড়িতদের আটক করছে। এরই প্রেক্ষিতে মায়ানমারে পাচারকালে বিপূল পরিমাণ নিত্য ব্যবহার্য পণ্য বোঝাই ইঞ্জিন বোট ও ২টি কাঠের নৌকাসহ ৬জন পাচারকারীকে আটক করেছে টেকনাফে কোস্টগার্ড ।
সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সীমান্ত শাহপরীরদ্বীপ হতে বিপুল পরিমানে খাদ্যদ্রব্য ও জ্বালানী তৈল শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার হবে। উক্ত সংবদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সংলগ্ন ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নাফ নদীর মোহনায় ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে জব্দ করে। এসময় তল্লাশী চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ০৩ বস্তা বিস্কুট ও আনুমানিক ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়। ধৃতচোরাকারবারী তারা হলেন টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া এলাকার মোঃ তৈয়ব (৪৩), মোঃ সলিম (২৬), মোঃ জসিম উদ্দিন (১৮), মোঃ মজিবুল্লাহ (১৮) ও রিদওয়ান (২২)ও টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার বাসিন্দা শফিউল্লাহ(৪৮) |
এছাড়া অপর একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদী সংলগ্ন বড়ইতলী এলাকায় ০২ টি ডিঙি নৌকায় তল্লাশী চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ০৪ বস্তা ডাল, ০৪ বস্তা চিনি, ০৭ বস্তা ময়দা, ১২০ লিঃ অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ০৪ প্যাকেট চানাচুর, ০৩ প্যাকেট সূজি, ১০ প্যাকেট হুইল সাবান, ০১ প্যাকেট নুডুলস, ০২ প্যাকেট আটা, ০১ কেজি মরিচের গুঁড়ো, ০১ কেজি চিনি, ০৪ কেজি ডাল, ০৫ লিটার পাম ওয়েল, ০২ টি স্টার শীপ দুধ ও অন্যান্য দ্রব্যসহ টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার বাসিন্দা শফিউল্লাহ (৪৮) কে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এসএম তাহসিন রহমান জানান,জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত চোরাকারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###

Comment here