টেকনাফ

টেকনাফে এনজিও সংস্থার স্কুল ছাত্রী সপ্তাহ ধরে নিখোঁজ

হুমায়ূন রশিদ : টেকনাফে এনজিও সংস্থা পরিচালিত উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। এই ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ লেদার আমান উল্লাহর মেয়ে ও এনজিও সংস্থা পরিচালিত মোচনী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় (২) এর ৫ম শ্রেণীর ছাত্রী আমিনা আক্তার (১৩) নানার বাড়ি হতে নিখোঁজ হয়ে যায়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ফুট ১ইঞ্চি, মুখমন্ডল লম্বা, পরনে লাল থ্রিপিচ, চুল মিডিয়াম, স্বাস্থ্য চিকন ও আঞ্চলিক ভাষায় কথা বলে। এদিকে সম্ভাব্য স্থানে খোঁজ-করার পর না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং-১৩০৭/২৭-০২-১৮ইং। এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, পারিবারিকভাবে গরীব হলেও সুদর্শন হওয়ায় কারো প্রেমের টানে হয়তো মেয়েটি গা ঢাকা দিয়েছে। মাঝে-মধ্যে অপরিচিত মুঠোফোন থেকে আমি ভাল আছি বলে লাইন কেটে দেওয়ায় প্রেম গঠিত কারণে সে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবার ঐ মেয়ের কোন ধরনের খোঁজ না পেয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

Comment here