আবুল কালাম আজাদ,টেকনাফ:টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে দু’পক্ষের হামলায় ১জন গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা হয়েছে। এলাকায় চলছে উত্তেজনা। থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র ইব্রাহীম ও আবদুল্লাহর পুত্র আলমগীর ফয়সাল প্রকাশ লিটনের সাথে পূর্ব শত্র“তা ছিল। এরই জের ধরে গত ৬ জানুয়ারী রাতে ইব্রাহীম ঔষুধ আনার জন্য নয়াপাড়া বাজারের রুবেল র্ফাম্মেসীতে আবস্থান নিলে এর খবর পেয়ে আলমগীর ফয়সাল প্রকাশ লিটন তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে ইব্রাহীমকে গতিরোধ করে তাকে ব্যাপক কিল,ঘুষি ও মারতে থাকে এতে সে মারাতœক আহত হয়ে শৌর চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে র্ফাম্মেসীর ভিতরে নিয়ে তালা বদ্ধ করে রাখে। এতে সন্ত্রাসীরা লোকজনের ব্যাপক সমাগম দেখে পালিয়ে যায়। ইব্রাহীমের আত্মীয় স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে ইব্রাহীমের অবস্থা আশংকা জনক বলে ইব্রাহীমের আত্মীয় স্বজন জানায়। এ ব্যাপারে ইব্রাহীম বাদী হয়ে মোঃ আলমগীর ফয়সাল প্রকাশ লিটনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছে বলে বাদী সূত্রে জানায়। টেকনাফ থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে মামলাটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন বলে বাদী সূত্রে জানায়। উল্লেখ্য যে লিটন উক্ত এলাকার একজন দুধর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও ইয়াবার গডফাদার নামে ব্যাপক পরিচিত রয়েছে বলে মামলার বাদী ও স্থানীয় লোকজন জানায়। তাকে আটক করা না গেলে আরও অনেক ঘটনার জম্ম দিতে পারে বলে স্থানীয় লোকজন জানায়।###
টেকনাফে প্রতিপক্ষের হামলায় আহত-১:থানায় মামলা
জানুয়ারি ৭, ২০১৭0

Related Articles
ডিসেম্বর ১০, ২০১৭0
ইউনেসকো কতৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে স্বীকৃতি দিয়ে বিশ্ব ঐতিয্য হিসেবে অর্ন্তভ’ক্ত করায় আনন্দ শোভাযাত্রা করেছে টেকনাফ পৌরসভা
টেকনাফ প্রতিনিধি :
ইউনেসকো কতৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে স্বীকৃতি দিয়ে বিশ্ব ঐতিয্য হিসেবে অর্ন্তভ’ক্ত করায় আনন্দ শোভাযাত্রা করেছে টেকনাফ পৌরসভা। ১০ ডিস্মেবর রবিবার সকাল ১০ টার সময় টেকন
Read More
আগস্ট ১৯, ২০১৭0
টেকনাফে জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন চৌধুরী-পুলিশের দায়িত্ব জনসেবা আর আপনারা মিলে রোহিঙ্গা অনুপ্রবেশসহ অপরাধীদের দমন করুন
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ:
আসন্ন পুঁজায় শান্তি-শৃংখলা রক্ষা এবং ওপেন হাউজ ডে উপলক্ষ্যে বিশেষ আইন-শৃংখলা সভায় জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেছেন,জনগনই সকল ক্ষমতার উৎস। পুলিশ জনগণ
Read More
মে ১১, ২০১৮0
হ্নীলায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনায় অধ্যাপক মোহাম্মদ আলী-মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে
হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন, ফরিদুল আলম : হ্নীলাস্থ লেদা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আন্তঃ উপজেলা কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১মে বিকাল ৩টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের
Read More
Comment here