আবুল কালাম আজাদ,টেকনাফ:টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়ায় পূর্ব শত্র“তার জের ধরে দু’পক্ষের হামলায় ১জন গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা হয়েছে। এলাকায় চলছে উত্তেজনা। থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র ইব্রাহীম ও আবদুল্লাহর পুত্র আলমগীর ফয়সাল প্রকাশ লিটনের সাথে পূর্ব শত্র“তা ছিল। এরই জের ধরে গত ৬ জানুয়ারী রাতে ইব্রাহীম ঔষুধ আনার জন্য নয়াপাড়া বাজারের রুবেল র্ফাম্মেসীতে আবস্থান নিলে এর খবর পেয়ে আলমগীর ফয়সাল প্রকাশ লিটন তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে ইব্রাহীমকে গতিরোধ করে তাকে ব্যাপক কিল,ঘুষি ও মারতে থাকে এতে সে মারাতœক আহত হয়ে শৌর চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে র্ফাম্মেসীর ভিতরে নিয়ে তালা বদ্ধ করে রাখে। এতে সন্ত্রাসীরা লোকজনের ব্যাপক সমাগম দেখে পালিয়ে যায়। ইব্রাহীমের আত্মীয় স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে ইব্রাহীমের অবস্থা আশংকা জনক বলে ইব্রাহীমের আত্মীয় স্বজন জানায়। এ ব্যাপারে ইব্রাহীম বাদী হয়ে মোঃ আলমগীর ফয়সাল প্রকাশ লিটনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছে বলে বাদী সূত্রে জানায়। টেকনাফ থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে মামলাটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন বলে বাদী সূত্রে জানায়। উল্লেখ্য যে লিটন উক্ত এলাকার একজন দুধর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও ইয়াবার গডফাদার নামে ব্যাপক পরিচিত রয়েছে বলে মামলার বাদী ও স্থানীয় লোকজন জানায়। তাকে আটক করা না গেলে আরও অনেক ঘটনার জম্ম দিতে পারে বলে স্থানীয় লোকজন জানায়।###
টেকনাফে প্রতিপক্ষের হামলায় আহত-১:থানায় মামলা
জানুয়ারি ৭, ২০১৭0

Related Articles
আগস্ট ২৩, ২০১৭0
হ্নীলায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ন্যাশনাল টাস্কফোর্স প্রতিনিধি দল
সাদ্দাম হোসাইন, হ্নীলা:
বাংলাদেশ সচিবালয়ের ৩সচিবের নেতৃত্বে ন্যাশনাল টাস্কফোর্স প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া-টেকনাফের হ্নীলায় অবস্থিত অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ২৩আগষ্ট সকাল সাড়ে ৯টা
Read More
ফেব্রুয়ারি ১৭, ২০১৭0
টেকনাফ সাংবাদিক ইউনিটির বার্ষিক বনভোজন ও সম্মেলন সম্পন্ন :সাইফী সভাপতি, নুরুল হোসাইন সম্পাদক, মাহফুজ সাংগঠনিক সম্পাদক
টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ সাংবাদিক ইউনিটির বার্ষিক বনভোজন ও সম্মেলন ২০১৭ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনবিভাগের বিশ্রামাগারের সম্পন্ন
Read More
Comment here