টেকনাফসারাদেশ

টেকনাফে ৭৯হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সাদ্দাম হোসাইন, হ্নীলা :
টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে ৭৯হাজার ২শ ৭৩পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে।
গত ২৬জুলাই রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান (বিজিবিএম,পিবিজিএমএস) নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার বিরাট একটি চালান আসার সংবাদ পেয়ে বিশেষ টহলদল নিয়ে নাফনদীর পার্শ্ববর্তী কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। রাত সাড়ে ৮টারদিকে মায়ানমার হতে একটি নৌকা বাংলাদেশের দিকে নদীর কিনারায় আসা মাত্রই টহলদল চ্যালেঞ্জ করলে ফিরে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে দমদমিয়া বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অপর একটি টহলদল স্পীডবোট নিয়ে ধাওয়া করে ইয়াবার বড় পুটলাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ধলিয়াপাড়ার আবুল বাশারের পুত্র জোনায়েদ (২০) ও নুর আলমের পুত্র মোহাম্মদ জোহার (৩০) কে উদ্ধার করে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকা ডুবে যাওয়া স্থানে তল্লাশী চালিয়ে ২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৯শ টাকা মূল্যমানের ৭৯ হাজার ২শ ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটক দুই জনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পৃথক দুইটি মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।

Comment here