কক্সবাজারজাতীয়টেকনাফসারাদেশ

নাফনদী সাতঁরিয়ে মাদক পাচার কালে মিয়ানমার নাগরিক আটক: ২কোটি ৪০লক্ষ টাকা মূল্যের ইয়াবা জব্দ

মুহাম্মদ জুবাইর:
মিয়ানমার থেকে নাফনদীতে সাঁতার কেটে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। ধৃত মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোঃ কামাল হোসেন। জব্দ করা হয় ৮০হাজার পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য ২কোটি ৪০লক্ষ টাকা।

সুত্র জানায়,১৬এপ্রিল (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদীর বুকে জেগে থাকা জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি নাফনদী সাতঁরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্বীপে অবস্থানে থাকা বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তাদের মধ্যে একজন মিয়ানমার সীমান্তে চলে গেলেও ২কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোঃ কামাল হোসেনকে গ্রেফতার করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, অবৈধ অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট অপরাধে পৃথক আইনে মামলা দায়েরের পর মাদকের চালানসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

Comment here