ক্রাইমমহেশখালী

মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ দু’জন আটক

ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি  :
মহেশখালী উপজেলার কেরুনতরীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ও গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করনে। আটক কৃতরা হলেন , মো: সেলিম ও মো: এরশাদ।
র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানী কমান্ডার মেজর রুহুল অমিন জানান, মহেশখালীর গহীন পাহাড়ে দীর্ঘদিন ধরে কয়েকটি বাহিনীর সংঘবদ্ধ চক্র অস্ত্র তৈরি করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার কেরুনতরীর দুর্গম পাহাড়কে ঘিরে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে দেশে-বিদেশী প্রায় ১০ এর অধিক অস্ত্র, গোলাবারুদসহ দু’ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্তা।

উল্লেখ্য যে, গত ৪ জানুয়ারী মহেশখালীর আরেক পাহাড়ি এলাকায় অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে ২২টি দেশীয় অস্ত্র, ২২টি গুলি ও ৩৩টি অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছিলেন র‌্যাব-৭ এর সদস্যরা।

Comment here