টেকনাফ

মিয়ানমার হতে মনুষ্যবিহীন ইয়াবার চালান ঢুকছে!

টেকনাফ yaba প্রতিনিধি ।
টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার হতে ঢুকছে মনুষ্যবিহীন ইয়াবার চালান। শুক্রবার রাতেই দেড় লাখপিস ইয়াবা জব্দ করেছে বিজিবি ও কোষ্টগার্ড সদস্যরা। তবে এসময় পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি জানান সংশ্লিষ্টরা। সীমান্তে দু দেশের এতো কড়াকড়ির পরও ইয়াবা পাচার অব্যাহত থাকায় নানান প্রশ্নের জন্ম দিয়েছে সংশ্লিষ্টদের মাঝে।
বিজিবি ২ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাত দেড়টায় নাজির পাড়া বিওপি ফাঁড়ীর জওয়ানরা মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় কয়েকজন পাচারকারী নাফ নদী অতিক্রম করে ইয়াবার চালানটি দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানান ওই কর্মকর্তা।
অপরদিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমানের নেতৃত্বে শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টায় স্থল বন্দর সংলগ্ন চারিঅং খালের পাশে অভিযান চালিয়ে ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উল্লেখিত স্থানে উৎপেতে থাকে। এসময় দুই পাচারকারী ইয়াবা নিয়ে আসার পথে কোস্টগার্ড সদস্যরা চ্যালেঞ্জ করলে ইয়াবা গুলো ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টর্গাড কর্মকর্তা এসব ইয়াবার মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানান। এদিকে সীমান্তে কোস্ট গার্ড ও বিজিবি টহল আরো বৃদ্ধি করার পরও ইয়াবার চালান ঢুকে পড়ায় নানান প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। মিয়ানমার হতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে না এমন দাবী সংশ্লিষ্ট প্রশাসন থেকে করা হলেও ইয়াবার চালান ঢুকে পড়ায় আসলে বাস্তব অবস্থা কি তা নিয়ে গভীর পর্যবেক্ষন দরকার কলে মনে করছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী।

Comment here