কক্সবাজারশিক্ষা ও ধর্ম

ঈদগাহ মহিলা কলেজ চালুকরন উপলক্ষে মতবিনিময় সভা


সংবাদ বিজ্ঞপ্তি
ঈদগাহ মহিলা কলেজ চালুকরন উপলক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার ১৩ জানুয়ারী রাতে সদস্য সচিব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জাহানারা গার্লস স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়। এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন পরিষদ সভাপতি ও প্রতিষ্টাতা সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন ঈদগাহ মহিলা কলেজ ঈদগাওবাসীর প্রাণের দাবী। এ কলেজ শীঘ্রই চালুকরনে সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে। তিনি দু;খ প্রকাশ করে বলেন জায়গা সংক্রান্ত জটিলতার কারনে দীর্ঘদিন কার্যক্রম স্থগিত ছিল। যা কাটিয়ে উঠতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। উক্ত সভায় অধ্যাপক ফিরোজ আহমদকে আহবায়ক, হুমায়ুন কবির হিমু ও লুৎফুর রহমান আযাদকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন এবং কলেজের নামে স্থানীয় ব্যাংকে একটি হিসাব খোলার কথাও ঘোষনা করেন। উক্ত হিসাব সাংসদ সাইমুম সরওয়ার কমল, নুর ছিদ্দিক চেয়ারম্যান ও গিয়াস উদ্দিনের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়। মতবিনিময় সভায় মতামত উপস্থাপন করেন অধ্যাপক ফিরোজ আহমদ, হুমায়ুন কবির হিমু, চেয়ারম্যান নুর ছিদ্দিক (ইসলামাবাদ), চেয়াম্যান রফিকুল ইসলাম পোকখালী ) , এডভোকেট আলহাজ মোহাম্মদুল হক মেম্বার, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মুর্শেদ ফরাজী, পোকখালীর সাবেক চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন, বশির আহমদ মেম্বার , বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, প্রবাসী আলহাজ জাফর আলম, দিদারুল ইসলাম এমইউপি, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুল হক, আবু বক্কও ছিদ্দিক বান্ডি এমইউপি, ছাত্রলীগ ঈদগাও সাবেক সভাপতি নুশাদ মাহবুব, রাশেদুল ইসলাম রাশেল, বর্তমান সেক্রেটারী আবুহেনা বিশাদ, গনমাধ্যম কর্মী মো: রেজাউল করিম, মিজানুর রহমান আযাদ, কাফি আনোয়ার, নুরুল আমিন হেলালী, আনোয়ার হোসাইন, নাছির উদ্দিন, শেফাইল উদ্দিন, নুরু কোম্পানী, মো: রমজান, ফিরোজ আহমদ, বোরহান উদ্দিন মাহমুদ, সাহাব উদ্দিন সহ এলাকার বিভিন্ন পেশাজীবি লোকজন।

Comment here