কক্সবাজারকক্সবাজার সদরটেকনাফ

টেকনাফে বই উৎসবে শিক্ষার্থীদের ভর্তি ফি মওকুফ করলেন এমপি শাহীন আক্তার

টেকনাফ প্রতিনিধি।

‘বঙ্গবন্ধু সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটেল বাংলাদেশ গড়তে হলে মানসম্মত শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই। সেই লক্ষ্যেই সরকার শিক্ষা বিস্তারে নানামূখী প্রকল্প বাস্তবায়ন করছে। তারই সুত্রে ধরেই কক্সবাজারের টেকনাফে শিক্ষা বঞ্চিত প্রত্যাক গ্রামে গ্রঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলা হয়েছে। ফলে তুলনা মূলক ভাবে শিক্ষার হার বেড়ে চলেছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরো বেশি আন্তরিকতা প্রয়োজন রয়েছে।
১ জানুয়ারী বুধবার দুপুরে সদর ইউনিয়নের লম্বরী মকলাবানু উচ্চ বিদ্যালয়ের হল রুমে এবং সকালে পৌরসভার চৌধুরী পাড়া হাজী ইসলাম -শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নতুন বই বিতরন উৎসবে প্রধান অথিতির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেছেন কক্সবাজর-৪ (উখিয়া-টেকনাফ) এর সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী। এসময় বই নিতে আসা শতাধিকের বেশি ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি মওকুফের ঘোষনা দেন এই সাংসদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রতিষ্টাতা সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

এমপি শাহিন আক্তার চৌধুরী বলেন, ‘একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই করতে পেরেছেন সারাদেশে এক যোগে শিশুদের মাঝে বিনামূল্য বই বিতরন। ডিজিটেল বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই সবাইকে মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।

সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেন, ‘তোমরাই (শিশুরাই) আগামী দিনের ভবিষ্যত। এই দেশ এগিয়ে নিতে তোমাদেরই নেতৃত্বে দিতে হবে। তাই শিক্ষার কোন বিকল্প নেই। এই গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সু-শিক্ষিত হয়ে শিক্ষক, ব্যাংকার, চিকিৎসক, প্রকৌশলী, এমপি, মন্ত্রী, হওয়ার লক্ষ্যে সবার মাঝে থাকতে হবে।
তিনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে তিনিসহ তার পরিবার উখিয়া-টেকনাফে ব্যাপক ভুমিকা রেখেছেন। প্রয়োজনে শিক্ষার প্রসারে জমি-জমাসহ ধন-সম্পদ সব বিলিয়ে দিতে প্রস্তুত। তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে শিক্ষায় আলো জ্বালিয়ে দিবো।

এই বই উৎসবে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল। এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জহির হোসেন এমএ, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশিষ বোস, আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন মেম্বার, নজরুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ ও সাংবাদিক নুরুল হক প্রমুখ।

এর আগে একই দিন সকাল ১০ টার দিকে চৌধুরী পাড়া হাজি ইসলাম-শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন উৎসব উদ্ভোধন করেন এমপি শাহিন আক্তার চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদুল আলীমের পরিচালনায় অনুষ্টানে সকল শিক্ষার্থীদে স্কুল ড্রেস দেওয়ার ঘোষনা দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। এছাড়া টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই উৎসব পালন করা হয়েছে।

Comment here