আন্তর্জাতিকজাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফ ঘুরে গেছেন ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের দু” সদস্যের প্রতিনিধি দল

বিশেষ প্রতিবেক:
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ ঘুরে গেছেন ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের দু” সদস্যের একটি প্রতিনিধি দল। এরা হলেন, সুইজারল্যান্ড দূতাবাসের নেক্সাস প্রোগ্রাম ম্যানেজার মিস আইরিন হফস্টেটা ও প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সাজিদ। ১৪ আগস্ট সোমবার দুপুরে টেকনাফ প্রেসক্লাবে জাগো নারী উন্নয়ন সংস্থা বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। কমিটির সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ, সহ সভাপতি মর্জিনা আক্তার মেম্বার, মনিরুজ্জামান কাউন্সিলর।

সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ মেম্বার,, যুগ্ম সম্পাদক লাইলা বেগম মেম্বার, অর্থ সম্পাদক নুরুল বশর নুরশাদ কাউন্সিল, প্রচার সম্পাদক নাসরিন সোলতানা মেম্বার প্রমুখ। সভায় গবেষণা রিপোর্ট তুলে ধরেন জাগো নারী উন্নয়ন সংস্থার গবেষণা প্রধান আশিষ বনিক। এতে স্টার নেটওয়ার্ক”র ম্যানেজার নাইম আহমেদ ও জেনাস এর সাইমা রেজওয়ানা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সম্পর্কে আলোকপাত করেন।

এর আগে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন । প্রতিনিধি দলটি একশন এইড ( action AID) পরিচালিত ২৭ নং ক্যাম্পের জাদিমুড়া বাজার সংলগ্ন ক্লাইমেট স্মার্ট ভেজিটেবল নার্সারি এবং জাদিমুড়া সিএস ব্যাম্বু নার্সারি, জাদিমুড়া ২৭ নং ক্যাম্পের সি/১১ ব্লকে অবস্থিত ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।

এসময় নিয়োজিত কর্মকর্তা ও প্রশিক্ষকদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষণে নিয়োজিত সাধারণ রোহিঙ্গাদের সাথে কুশলাদি বিনিময় করেন। প্রতিনিধি দলটি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মোছনী বাজার সংলগ্ন এনজিও ফোরাম ( NGO Forum) পরিচালিত Fecal sledge treatment plan ( FSTP) পরিদর্শন করেন।

Comment here