ক্রাইমটেকনাফরোহিঙ্গা সমাচার

দেড় বছরের শিশুকে নিয়ে পালালো বাবা!

টেকনাফ প্রতিনিধি:      
আনোয়ার সাদেক। বয়স দেড় বছর। চট্টগ্রামে বসবাসকারী রাশেদা বেগম ও আয়াত উল্লাহর একমাত্র সন্তান। ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল সকালে। বাবা আয়াত উল্লাহ সকালে নাস্তা আনতে গিয়ে ছেলেসহ চট্টগ্রাম ফকিন্নির হাট বাড়াবাসা হতে বের হয়ে আর ফিওে আসেনি। মা রাশেদা বেগম পরে জানতে পারে তার স্বামী ছেলেসহ পালিয়ে গেছে। এরপর হতে মোবাইলে স্বামীর সাথে যোগাযোগ হলেও একমাত্র ছেলের বিষয়ে মুখ খুলছে না। এতে উৎকন্ঠা বেড়ে যায় মা রাশেদার। শিশু সন্তানের হদিস না পেয়ে এক পর্যায়ে হন্য হয়ে খুজঁছে। রাশেদার পিতার বাড়ী টেকনাফের হাবির ছড়া এলাকায়। সে টেকনাফ এবং রোহিঙ্গা ক্যাম্পসহ সম্ভাব্য সব স্থানে খোজঁখবর নিলেও শিশুটির হদিস না পাওয়ায় ভেঙ্গে পড়ে। তিনি জানান, “আমার স্বামী আয়াত উল্লাহ চকোরিয়ার ঠিকানা ব্যবহার করলেও আসলে মিযানমারের রোহিঙ্গা নাগরিক । ২৩ দিন হয়ে গেলো। শিশুটির খবর পাচ্ছি না। আমার স্বামী মোবাইলে কথা বললেও সন্তানের কোন খবর দিচ্ছে না। বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমার ভরণপোষনের খবরতো নিচ্ছে না। তারপর একমাত্র সন্তান দেড় বছরের শিশু আনোয়ার সাদেকের সাথে যোগাযোগ করতেও দিচ্ছে না।” সন্তানকে ফিরে পেতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলেও জানান মা রাশেদা। এদিকে বারবার চেষ্টা করেও মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অভিযুক্ত আয়াত উল্লাহর।

Comment here