খেলাধুলা

ব্রাজিল সুইজারল্যান্ডের ম্যাচ পরিসংখ্যান

রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে ব্রাজিল। তার আগে আসুন জেনে নেই দুই দলের জয় পরাজয়ের পরিসংখ্যান।

ব্রাজিল বিশ্বকাপে ১০৪টি ম্যাচ খেলেছে, জয়ী হয়েছে ৭০টি ম্যাচে, ১৭টি হেরেছে, ড্র করেছে ১৭টিতে। গোল করেছে ২২১টি। গোল খেয়েছে ১০২টি। আর সুইজারল্যান্ড ৩৩টি ম্যাচ খেলে জয় পেয়েছে ১১টিতে। ১৬টি হেরেছে, ড্র ৬টিতে। গোল করেছে ৪৫টি।গোল খেয়েছে ৫৯টি।

বিশ্বকাপে বছাই পর্বে ১৮টি ম্যাচের ১২টিতে জয়, পাঁচটিতে জয় আর ১টিতে মাত্র হেরেছে ব্রাজিল। ৪১টি গোল করেছে ব্রাজিল।গোল খেযেছে ১১টি। সেখানে সুইজারল্যান্ড ১২টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে, ১টি ড্র, হেরেছে ১টি ম্যাচে। পক্ষে ও বিপক্ষে গোল যথাক্রমে ২৪ ও ৭।

ব্রাজিল ও সুইজারল্যান্ড সাতবারের সাক্ষাতে ৩ বার জিতেছে ব্রাজিল ২ বার সুইজারল্যান্ড। দুটি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল গোল করেছে ১০টি, সুইজারল্যান্ড ৮টি। শেষ সাক্ষাতে জয়ী হয়েছিল সুইজারল্যান্ড। ২০১৩ সালেরর আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ১-০ গোলে জয়ী হল ইউরোপের দেশটি।

Comment here