টেকনাফ

হ্নীলায় কারামুক্ত সাংবাদিক তাহের নঈমকে ফুলেল শুভেচ্ছায় বরণ

বার্তা পরিবেশক :: টেকনাফে কারামুক্ত সাংবাদিক আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈমকে হ্নীলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১১টায় হ্নীলা বাসষ্টেশনে সদ্য কারামুক্ত টেকনাফ প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক কক্সবাজার ৭১-এর সহ-সম্পাদক, উপজেলা ওলামা দলের সভাপতি, ঊনছিপ্রাং মুহিচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষক, টেকনাফ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও মরহুম মৌলভী আব্দুস সালামের পুত্র সাংবাদিক আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈমকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হ্নীলায় কর্মরত সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, হুমায়ূন রশিদ, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন ও মোঃ রফিক প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে সংবাদকর্মীরা বলেন, সাংবাদিকেরা দেশ ও জাতির কল্যাণে সামাজিক অসঙ্গতি, অনিয়ম, দূর্নীতি ও অন্যায়ের চিত্র ফুটিয়ে তোলেন। এতে সুবিধাভোগী বিশেষ মহলের স্বার্থে আঘাত লাগলেই তাদের ইন্দনে আর কোন সাংবাদিককে যেন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা না হয় সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়। ইতিপূর্বে কারামুক্ত সাংবাদিক আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈমকে টেকনাফ প্রেসক্লাব, টেকনাফ সাংবাদিক ফোরাম, টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটি ও কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। সাংবাদিক নেতৃবৃন্দ এই মিথ্যা মামলা থেকে সাংবাদিক তাহের নঈমকে মামলা হতে অব্যাহতি দেওয়ার দাবী জানান।
উল্লেখ্য, স্থানীয় একটি কুচক্রী মহলের সাজানো ষড়যন্ত্রে গত ৫ নভেম্বর দুপুরে টেকনাফ থানায় দায়েরকৃত মামলায় (টেক-৮/০৪-১১-১৭ইং) সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈমকে আটক করে আদালতে পাঠানো হয়। এতে তিনি দীর্ঘ ২মাস ২৩দিন কারাভোগের পর উচ্চ আদালত হতে জামিন লাভ করেন। উক্ত মামলায় সাংবাদিক মুহাম্মদ তাহের নঈমকে প্রধান আসামী করে নামীয় ২৩ জন এবং আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা পলাতক আসামী করা হয়। তিনি দীর্ঘদিন ধরে জমি বিরোধ, গ্রাম্য রাজনীতি এবং আধিপত্য বিস্তারের কারণে ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

Comment here