টেকনাফসারাদেশ

হ্নীলায় ভিজিএফ চাল বিতরণ জটিলতার অবসান

ফরিদুল আলম : হ্নীলা ইউনিয়ন পরিষদে দলীয় খাতে বিশেষ ভিজিএফ চাল বিতরণ কার্ড সংক্রান্ত বিষয়ে আনিত অনিয়ম-অভিযোগ ইউপি কর্তৃপক্ষ বিশেষ বৈঠকে এই জটিলতার অবসান ঘটেছে।
জানা যায়, হ্নীলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সংক্রান্ত সংবাদের সুত্রধরে ৪ মে সকাল ১০টায় হ্নীলা ইউপি কমপ্লেক্স মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে একসভা অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল হোছাইন, যুবলীগ নেতা হোছন আহমদ, অভিযোগকারী ঠান্ডা মিয়া, বশির আহমদ, হেলাল উদ্দিন, বাদশা মিয়া, কামাল. মমতাজ, মোঃ নুর ও মোঃ ইসমাঈল উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে হ্নীলা ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ অনিয়ম-দূর্নীতি সংক্রান্ত আলোচনায় মূলত ৭নং ওয়ার্ডে আধিপত্য বিস্তার, গ্রুপিং এবং দলীয় নেতা-কর্মীদের পরস্পর বিরোধী কর্মকান্ডের জেরধরে ভিজিএফ চাল বিতরণ নিয়ে এই জাতীয় ঘটনার সুত্রপাত হয়। আর এখানে অবসর প্রাপ্ত ইউপি সচিব হাকিম উদ্দিন পাহাড়ির কোন ধরনের সম্পৃক্ততা নেই। বাঁক-বিতন্ডার তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। উক্ত সভায় ভিজিএফ বিতরণ কার্ড যথাযথভাবে পাওয়া যায়। আগামীতে এই জাতীয় ভূল-ভ্রান্তি থেকে সবাইকে সর্তক থাকার জন্য হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন অনুরোধ জানিয়েছে।

Comment here