টেকনাফ

হ্নীলায় স্লুইচ গেইট বন্ধ রাখায় পানিবন্ধি শত পরিবার শীর্ষক সংবাদের ব্যাখ্যা

বার্তা পরিবেশক : গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন, স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে প্রকাশিত “টেকনাফে স্লুইচ গেইট বন্ধ; পানিবন্দি শত পরিবার” শীর্ষক সংবাদসহ বিগত কয়েকদিন ধরে প্রকাশিত সংবাদ সমুহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই ধরনের ঘৃণিত অপকর্মে জড়িত না এবং এটি শত্রুপক্ষের ষড়যন্ত্রের বহীপ্রকাশ। আমরা উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, হ্নীলা দক্ষিণ লেদার ছুরি খাল সংলগ্ন মাঠে অন্য দশজনের মতো আমরাও মৎস্য ঘেঁর ও লবণ চাষাবাদ করে আসছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ উক্ত খালের দরজা লাগিয়ে দেয়। উক্ত দরজা অকেজো হয়ে পড়ায় আর কেউ মেরামত করতে আসেনি। এরই মধ্যে বর্ষা শুরু হয়ে যায়। গত সপ্তাহের কয়েক দিনের প্রবল বৃষ্টিতে উক্ত খালসহ পার্শ্ববর্তী এলাকা পানিতে ঢুবে যায়। এতে আমার প্রজেক্ট ও জমানো লবণ পানিতে ডুবে যায়। নিম্মাঞ্চলে বসবাসকারী কিছু মানুষ শত্রুতাবশত এই ঘটনার জন্য আমাদের দায়ী করে। প্রকৃতপক্ষে এসব বিষয় আমরা ভাল করে জানিনা। এই ব্যাপারে প্রকাশিত সংবাদে আমাদের যোগ-সাজশ ও ইন্দন রয়েছে বলে উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে সুলিশ গেইটের দরজা আটকে থাকার বিষয়ে আমরা কোন প্রকারে জড়িত না। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে প্রকৃত ঘটনা জেনে পানি উন্নয়ন বোর্ডের লোক এনে দরজা খুলে দিলে পানি নেমে যায়। এলাকার কিছু লোকের সাথে দীর্ঘদিনের আমাদের জায়গা জমিনের বিরোধ চলে আসছিল তাই আমাদেরকে ঘায়েল করার জন্য এই অপপ্রচারের আশ্রয় নিয়েছে। আমরা উক্ত সংবাদে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
হাজী নজির আহমদ প্রকাশ আমির সাহেব
কবির আহমদ, সর্ব পিতা- মৃত গোলাম শরীফ,
নয়াপাড়া ও দক্ষিণ লেদা, হ্নীলা, টেকনাফ।

Comment here