টেকনাফশিক্ষা ও ধর্ম

হ্নীলায় জাতীয় বই উৎসব পালিত

সাদ্দাম হোসাইন,হ্নীলা।
হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা

হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে জাতীয় বই উৎসব পালিত হয়েছে। ১জানুয়ারী সকাল ১০টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে জাতীয় বই উৎসব উলক্ষ্যে এক অনুষ্ঠান মাদ্রাসা গর্ভনিং বডির সহসভাপতি মৌলভী ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুর আহমদ আনোয়ারী। মাদ্রাসার সহকারী মৌলানা এসএম সাইফুল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল খালেক,নুরুল আমিন,শহীদুল মোস্তফা খোকন,মাও: আবু জাহেদ মোঃ ইয়াছিন,মাও:এনায়ত উল্লাহ,সহকারী মৌঃ আব্দুল মালেক,আব্দুস সোবহান,সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ,কামাল উদ্দিন,ফরিদ আলম,জাফর আলম,বখতিয়ার উদ্দিন,ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন,জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া,শামসুল আলম,ক্বারী শব্বির আহমদ, সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমুখ। সভাশেষে সরকার প্রদত্ত বিনামূল্যে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এসব বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে খুশি মনে বাড়ি ফিরেন।
নতুন বই পেয়ে উল্লাসিত হ্নীলা হাইস্কুলের শিক্ষার্থীরা

জাতীয় বই উৎসবে বিনামূল্যে বই পেয়ে উল্লাসিত হয়ে উঠল হ্নীলা হাইস্কুলের শিক্ষার্থীরা। ১জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০টায় স্কুল প্রঙ্গনে স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার। এসময় উপস্থিত ছিলেন,স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসেন ফেরদৌসী,শ্বেতলাল চন্দ্র দাশ,কামাল আহমদ,সিদ্দিক আহমদ,নিলুফার ইয়াছমিন মুক্তা,কায়সার হেলাল,নুরুল হোছাইন ভুট্টো,মনোয়ার হোসেন,আবদুল মজিদ,শাহ আজিজ,নুরশাত,সাহিদুর রহমান খাঁন,উজ্জল বড়–য়া,আব্দু রাজ্জাক,নাছির কামাল,প্রবাল শর্মা প্রমূখ। বই বিতরণ উৎসব উদ্বোধনের পর স্কুল ১হাজার ৪শ’ ৮৬জন শিক্ষার্থীদের মাঝে পর্যাক্রমে বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়ার পর নেচে গেয়ে উলাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা এছাড়া আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে।এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে কাজ করছে। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও সরকারের প্রচেষ্টায় আমাদের সন্তানেরা শিক্ষার দিক থেকে মোটেও দরিদ্র নয়।
হ্নীলায় মসজিদে বায়তুর মামুর শাহ মজিদিয়া গণশিক্ষা কেন্দ্র
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হ্নীলা মসজিদে বায়তুর মামুর শাহ মজিদিয়া কেন্দ্রে বিনামূল্যে বই বিতরণের আয়োজন করা হয়। জানা যায়-১জানুয়ারী সকাল সাড়ে ১০টায় উক্ত গণশিক্ষা কেন্দ্রের সহসভাপতি মৌলানা এসএম সাইফুল্লাহ ও শিক্ষক ওসমান গণি ৩০জন শিশু শিক্ষার্থীদের মধ্যে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়। ক্ষুদে শিক্ষার্থীরা সরকারের ফ্রি বই পেয়ে খুশিতে মাতোয়ারা হয়ে নতুন বই হাতে নিয়ে উল্লাস করে করে বাড়ি ফিরতে দেখা গেছে।

হ্নীলায় জাদিমোরা এমআর সরকারী প্রাইমারী স্কুল

সরকার ঘোষিত জাতীয় বই উৎসবে হ্নীলা জাদিমোরা এমআর সরকারী প্রাইমারী স্কুলে জাতীয় বই উৎসব পালিত হয়েছে। ১জানুয়ারী সকাল ১০টায় হ্নীলা জাদিমোরা এমআর সরকারী প্রাইমারী স্কুল মাঠে জাতীয় বই উৎসব উলক্ষ্যে এক অনুষ্ঠান প্রধান শিক্ষক শাহ আলম। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল এসএমসির সভাপতি আবুল হাশেম। এতে অভিভাবক,স্কুলের শিক্ষক/শিক্ষিকাগণ বক্তব্য রাখেন। সভাশেষে ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এসব বই পেয়ে উল্লাসিত হয়ে পড়ে।

Comment here