টেকনাফ

জামিনে এসে আবারও মাকে প্রাণনাশের হুমকি

homki-2_15417
জামাল উদ্দিন, টেকনাফ।
টেকনাফের সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় মায়ের দায়ের করা মামলায় আটকের পর জামিনে বের হয়ে এসে আবারও মাকে প্রাণনাশের হুমকি, মারধরসহ নানা নির্যাতনে লিপ্ত রয়েছে ছেলেরা। নির্যাতনের শিকার মা জানায়- সাবরাং আছারবনিয়া এলাকার মৃত কবির আহমদের দুই ছেলে রফিক আলম (৩২) ও খুরশেদ আলম (৩০) গত অক্টোবর মাসের কক্সবাজার জেলা কারগার থেকে জামিনে বের হয়ে এসে পূর্বের ন্যায় মাকে এখনও একই কায়দায় নির্যাতন করছে বলে নির্যাতনের শিকার মা জাহেদা বেগম জানিয়েছেন। এছাড়াও জামিনে বের হয়ে দুই ছেলে মাকে পূর্বের ন্যায় নানা নির্যাতন শুরু করলে মা সহ্য করতে না পেরে আইনের আশ্রয় নিতে চাইলে অপরাপর ভ্রাতুষ্পুত্রগণ বিচার করবে বলে সময় নেয়। উক্ত বিচার চলাকালীন সময়ে সকলের উপস্থিতিতে দুই ছেলে বিচার অমান্য করে আবারও মাকে অশ্লীল গালি গালাজ সহ মারতে যায়। মা নিরূপায় হয়ে ২ নভেম্বর টেকনাফ থানায় আবারও একটি এজাহার দায়ের করে বলে জানায়। এলাকার একটি চিহ্নিত প্রভাবশালী মহল ছেলেদের পরিকল্পিতভাবে জেল হাজত থেকে জামিনে বের করে এনে মাকে পূর্বের ন্যায় নির্যাতনের জন্য গোপনে সহায়তা করছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, এভাবে পূর্বেও মাকে নির্যাতন করলে মা স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন সুবিচার পায়নি। স্থানীয়ভাবে সুবিচার না পেয়ে গত ২১ সেপ্টেম্বর ১৬ইং কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মা বাদী হয়ে ছেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। যার নং সি.আর. ২৬২/১৬। উক্ত মামলায় দুই ছেলে আটক হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এদিকে অসহায় একজন মাকে বার বার অবাধ্য ছেলেদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে প্রশাসনের সহায়তা ও সুবিচার কামনা করছেন নির্যাতিত মা।

Comment here