টেকনাফ

টেকনাফে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

জিয়াবুল হক:টেকনাফে ৩কোটি ৪৩লক্ষ ৬১হাজার টাকার ব্যয়ে দুইটি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর আলম। এই উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল জিইডি)। উক্ত উন্নয়ন কাজের মধ্যে রয়েছে টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকায় চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও টেকনাফ সী-বিচ সড়ক নতুন উন্নয়নের কাজ।
টেকনাফ উপজেলা প্রকৌশলী এল জিইডি অফিস সুত্রে আরো জানা যায়-১৩ জানুয়ারী বিকাল ৪টারদিকে টেকনাফ সী-বিচ সড়কের উন্নয়ন কাজের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে ২ কোটি ৮৩ লক্ষ টাকা। আর নব-নির্মিত শিক্ষা-প্রতিষ্টান চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে ৬০ লক্ষ ৬১ হাজার টাকা। বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও টেকনাফ সী-বিচ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনের প্রধান অতিথি মাননীয় সাংসদ আলহাজ¦ আবদুর রহমান বদির অনুমতিক্রমে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ঘোষনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম। এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আফসার উদ্দিন,কক্সবাজার বজল এন্ড ব্রার্দাসের ঠিকাদার বজল কোম্পানি ও মেসার্স আল মদিনা গ্রæপের ঠিকাদার মোঃ আলম,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ, ছৈয়দ হোসেন,ইন্নামিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টেকনাফ উপজেলার সরকারী উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ¦ আবদুর রহমান বদি বলেন,দিন বদলের পালা নিয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে টেকনাফের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। এই এলাকাটি হচ্ছে পর্যটন এলাকা। এখানে দেশী-বিদেশী হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে। পযটকের আগমনে টেকনাফ উপজেলা হবে মুখরিত। এই এলাকাকে সৌন্দর্য রক্ষা করা সকলের গুরু দায়িত্ব। তিনি আরো বলেন,বর্তমানে টেকনাফ সী-বিচ সড়ক দিয়ে বিভিন্ন প্রকার ছোট বড় যানবাহন চলাচল করবে। তাই এ সড়কটি টেকসই করা খুবে জরুরী । আমরা চাই সড়কের ভাল কাজ। তিনি এই কাজটি সুন্দর ও টেকসই করার জন্য এল জিইডি প্রকৌশলী কর্মকর্তাদের সুদৃষ্টি আশা করেন। সড়কের কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে আমাকে অবগত করবেন। আমি এই পর্যন্ত কোন চাঁদাবাজকে পশ্রয় দেয়নি এবং আমার এলাকায় চাঁদাবাজ থাকতে পারবেনা। তিনি টেকনাফ সী-বিচ সড়কের উন্নয়নের কাজটি ও টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া নব-নির্মিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজটি যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে স¤পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।###

Comment here