টেকনাফ

টেকনাফে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের বিশেষ দূত : রোহিঙ্গাদের বিভিন্ন দাবী

বিশেষ প্রতিবেদক : জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লির নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় রোহিঙ্গারা বিভিন্ন দাবী পেশ করেন।
জানা যায়,২০ জানুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লির নেতৃত্বে অপর ৪ সদস্যসহ একটি প্রতিনিধি দল উপজেলার নেচারপার্ক সংলগ্ন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কৌশল বিনিময় করে তাদের জীবনযাত্রা ও মানবিক পরিস্থিতির ব্যাপারে খোঁজ-খবর নেন। এরপর তিনি নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্প ও নব নির্মিত আনসার ক্যাম্প সংলগ্ন নয়াপাড়া রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। সেখানেও তিনি ঘুরে-ফিরে দেখে তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এমতাবস্থায় একদল রোহিঙ্গা ব্যানার নিয়ে স্বদেশে ফেরত যেতে হলে মিয়ানমারে নির্যাতন বন্ধ করতে হবে, মিয়ানমার কারাগারে থাকা রোহিঙ্গাদের মুক্তি দিতে হবে, নিজেদের পুরান বসত-ভিটায় থাকতে দিতে হবে, চাকরি ও ভোটাধিকারের ক্ষেত্রে সমান নাগরিক সুযোগ-সুবিধা এবং স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালনের সুযোগ দিতে হবে। তাহলে আমরা ফিরে যেতে চায় বলে বিভিন্ন দাবী পেশ করেন। এরপর বিকালে তিনি হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের রইক্ষ্যংস্থ পুটিঁবনিয়া ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মরত এনজিও সমুহের কাজেরমান পর্যবেক্ষণ করে সাধারণ রোহিঙ্গাদের মতামত গ্রহণসহ বিশেষ বৈঠক করেন। তিনি বিভিন্ন ক্যাম্প পরিদর্শনকালে মিয়ানমারে ফেরত যাবে কিনা এবং কোন কোন পদক্ষেপ নিলে তারা ফেরত যাবে সে বিষয়েও জানতে চান। এরপর সন্ধ্যায় তিনি কক্সবাজারের উদ্দেশ্য ক্যাম্প ত্যাগ করেন। এসময় আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিভিন্ন দাতা সংস্থার লোকসহ আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comment here