টেকনাফ

সাগরপথে পাচারকালে দুই রোহিঙ্গা উদ্ধার, আটক চার দালাল

সাগরপথে পাচারকালে দুই রোহিঙ্গা উদ্ধার, আটক চার দালাল

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে মানবপাচারের অভিযোগে চার জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ও ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এরা হচ্ছে হলো কক্সবাজারর উখিয়া ১৪ নং রোহিঙ্গা ক্যাম্প শফিউল্লাকাটা ব্লক-বি-২ এর
আবু শামা”র ছেলে আমির হোসেন(৩৪),
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম
গোদার বিলের দিল মোহম্মদ”র রবিউল আলম (২০), উখিয়া ৬ নং রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং বালুর মাঠ ব্লক-এ/৩ এর মোঃ রশিদের ছেলে মোঃ আইয়ুব (২৬) ও উখিয়া ১৫নং রোহিঙ্গা ক্যাম্প
জামতলী ব্লক-ডি/২ এর মৃত লোকমান হাকিমের ছেলে আব্দুল রশিদ(৩৫)।
৯ নভেম্বর বুধবার দুপুর (২টা ৩০ মি) আড়াই টার সময় টেকনাফ সদর ইউপি মধ্যম মহেশ খালিয়া পাড়া এলাকার ৫ নং আসামী রশিদ আহমদ এর বাড়ি থেকে দুই ভিকটিম উদ্ধার ও আসামিদের আটক করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম ২ জন হলো টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬ এক্সটেনশন”র সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ আনাস ও বদি আলমের ছেলে মোঃ ফারুক।
এ ঘটনায় ভিকটিম ফারুক”র পিতা বদি আলম বাদি হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল হালিম। তিনি জানান, ” সাগর পথে পাচারের অভিযোগে চার পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ ও ১৬ এপিবিএন সদস্যরা। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে রাখা টেকনাফের মহেষখালী পাড়া এলাকা থেকে দুই রোহিঙ্গা ভিকটিম উদ্ধার করা হয়েছে। এ সময় রোহিঙ্গাসহ চার পাচারকারী আটক করা হয়। ”
এ ছাড়া টেকনাফ মডেল থানার পুলিশ এই মাদক মামলার চার আসামিসহ মোট ১০ জন বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করে।
এদিকে এই মানবপাচার মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার এস আই মোঃ মাহমুদুল হাসান মাহবুব বলেন” ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আটক চার আসামি ও দুই ভিকটিমকে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য পলাতক আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ” এই মামলার পলাতক অপর দু” আসামি হলো টেকনাফ সদর ইউনিয়নের
৫ নং ওয়ার্ড মধ্য মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুর সালামের ছেলে রশিদ আহাম্মদ (৪৫) ও মৃত আহাম্মদ হোসেনের ছেলে মোঃ আনোয়ার(৫০)।

Comment here