ক্রাইমটেকনাফ

৮ জনের বিরুদ্ধে এজাহার : টেকনাফে চুরিকাঘাতে নিহত ব্যক্তির দাফন সম্পন্ন


টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় বার্মাইয়া সন্ত্রাসীদের চুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ব্যক্তিকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২২ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলাস্থ হ্নীলার লেদা কেন্দ্রীয় গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে নিহতের ভাই মোহাম্মদ আলম বাদী হয়ে চুরিকাঘাত করে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ৮ জনকে আসামী করে রবিবার দিবাগত মধ্যরাতে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছে। টেকনাফ মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান দরখাস্ত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
গত ১৯ অক্টোবর রাত ১০টারদিকে লেদা টাওয়ার সংলগ্ন মৌলভী পাড়ায় ইউছুপ আলীর বাড়ির সামনে আবু ছিদ্দিককে বিশেষ চক্রের ইন্দনে বার্মাইয়া মোহাম্মদ হোছনের পুত্র ধলাইয়া ও কালাইয়া মিলে চুরিকাঘাত করে। ২১অক্টোবর ভোর পৌনে ৬টারদিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার মৃত কালা চাঁনের পুত্র আবু ছিদ্দিক (৩১) মৃত্যুবরণ করে।

Comment here