সারাদেশ

এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতার আরও ১৪

টেকনাফ ভিশন ডেস্ক:গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যায় জড়িত সন্দেহে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়াল ৩২ জনে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সন্দেহভাজন ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।

এর আগে রোববার রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে ৪-৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাসায় ঢুকে দুবৃত্তরা এমপি লিটনকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০১৫ সালের ২ অক্টোবর ভোরে আট বছর বয়সী শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আহত করার মাধ্যমে আলোচিত হন এই সাংসদ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এই ঘটনায় সৌরভের বাবা থানায় মামলা করেন। কয়েকদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন।

Comment here