কক্সবাজারটেকনাফরোহিঙ্গা সমাচার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সমুহ পরিদর্শন করেছেন : রোহিঙ্গা বিষয়ক জাতীয় কৌশলপত্র বাস্তবায়নের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের সদস্যরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শরণার্থী ও অনিবন্ধিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় কৌশলপত্র বাস্তবায়নের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সমুহ পরিদর্শন করেছেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের নেতৃত্বে কমিটির সদস্যরা বুধবার সকাল ১০ টায় উখিয়া কুতুপালং নিবন্ধিত ক্যাম্প, ১১ টায় অনিবন্ধিত ক্যাম্প, সাড়ে ১২ টায় বালুখালী অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শন শেষে টেকনাফ যান। ওখানে বেলা ১ টার দিকে লেদা অনিবন্ধিত ক্যাম্প এবং দেড় টায় নয়াপাড়া ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে শামলাপুর রোহিঙ্গা বস্তির লোকজনের সাথে কথা বলেন। পরে উখিয়ার ইনানীস্থ সী পালস হোটেলে ফিরে যান।
প্রতিনিধি দলটির সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, পরিবেশ সচিব ইসতিয়াক আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গণমাধ্যমের সাথে তারা কথা না বললেও জানা গেছে ইনানীতে ফিরে টাস্কফোর্সের ১৪ তম সভা অনুষ্ঠিত হবে। কক্সবাজারে এটি এ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক। বৃহস্পতিবার বৈঠক শেষে এব্যাপারে আনুষ্ঠানিক ব্রিফিং করতে পারে বলে একটি সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

Comment here