অন্যান্যআন্তর্জাতিকউখিয়াএক্সক্লুসিভকক্সবাজারকক্সবাজার সদরকুতুবদিয়াক্রাইমখেলাধুলাচকরিয়াজাতীয়টক শোটেকনাফতথ্য-প্রযুক্তিদৃষ্টিপাতপবিবেশপর্যটনপেকুয়াবিনোদনভ্রমনমহেশখালীমুক্ত কলামরাজনীতিরামুরোহিঙ্গা সমাচারশিক্ষা ও ধর্মসংস্কৃতিসারাদেশ

চট্টগ্রামের বস্তিতে একে-২২ রাইফেল, এসএমজি

চট্টগ্রাম রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে একটি একে-২২ রাইফেল, এসএমজিসহ ‘বিপুল পরিমাণ’ অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন এই বস্তিতে অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, “মাদকের আখড়া হিসেবে পরিচিত এই বস্তি আগে থেকেই র‌্যাবের নজরদারিতে ছিল। সাধারণত নিম্ন আয়ের লোকজন সেখানে কম টাকায় বাসা ভাড়া নিয়ে থাকে।”

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে-২২ রাইফেল, একটি এসএমজি, রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা রয়েছে বলে মিফতাহ উদ্দিন জানান।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব দুইজনকে আটক করেছে।

Comment here