জাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে বোট গরু গর্জন কাঠ ও ইয়াবা জব্দ ; ৪৮জন মায়ানমার নাগরিকসহ আটক-৪৯

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা জল ও স্থলে পৃথক অভিযান চালিয়ে ৭টি বোট, গরু, গর্জন কাঠ ও ইয়াবা জব্দ করেছে। এই ঘটনায় ৪৮জন রোহিঙ্গা নাগরিকসহ ৪৯জনকে আটক করা হয়েছে।

সুত্র জানায়, গত ৯মার্চ (সোমবার) বিকাল ৩টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পল্লান পাড়ায় পাহাড়ের নিচে ১টি ছোট কুড়েঁঘরে তল্লাশী চালিয়ে ২হাজার ৫শ পিচ ইয়াবাসহ নাসিমা (২৫) নামে এক রোহিঙ্গা মহিলাকে আটক করেন।

অপরদিকে সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের জওয়ানেরা দুপুর সাড়ে ১১টারদিকে ছেড়াঁদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী জলসীমা হতে ১টি কার্গো বোট, ৬টি কাঠের বোট, ১৮টি গরু এবং বিপূল পরিমাণ গর্জন কাঠসহ ৪৮ জন মায়ানমার নাগরিককে আটক করেন। এই ব্যাপারে পৃথক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বোট,মালামাল এবং মায়ানমারের নাগরিকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক নিশ্চিত করেন। ###

Comment here