ক্রাইমটেকনাফ

টেকনাফে দু “হাতের কব্জি কেটে উল্লাস মামলায় ৫ আসামি আটক

টেকনাফে দু “হাতের কব্জি কেটে উল্লাস মামলায় ৫ আসামি আটক

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফের নাজিরপাড়ায় ছিদ্দিক আহম্মদ নামের এক ব্যক্তির দু “হাতের কব্জি কেটে উল্লাস করার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব -১৫ সদস্যরা।

প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানায় র‍্যাব।

১৭ ডিসেম্বর শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গ্রেফতার এড়াতে ঘটনার পরপরই আসামীরা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং ১৬ ডিসেম্বর কক্সবাজার-টেকনাফ মহাসড়ক এলাকা থেকে ওই ৫ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো টেকনাফের নাজিরপাডার নুরুল হক, জাহাঙ্গীর আলম, দিল মোহাম্মদ কালু, আবুল কালাম, ছৈয়দ উল্লাহ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‍্যাব।

গেলো ২৬ নভেম্বর টেকনাফের নাজির পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউনিয়ন সদস্য এনামুল হকের নেতৃত্বে সিদ্দিক আহম্মদ নামের এক ব্যক্তির দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে।

এ ঘটনায় ২৭ নভেম্বর ভুক্তভোগী ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম বাদী হয়ে কক্সবাজারের টেকনাফ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Comment here