টেকনাফ

টেকনাফে বিদেশি মদ-বিয়ারসহ নারী আটক

টেকনাফে বিদেশি মদ-বিয়ারসহ নারী আটক

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইসলামাবাদ এলাকার মো. ইসমাইলের স্ত্রী হুমায়রা আক্তার (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ পলাতক আসামি মৃত আব্দুল মোনাফের ছেলে মো. ইসমাইলের (৪০) বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘ এক ঘণ্টার অভিযানে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য হুমায়রা আক্তারকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৭৫০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্লান মাস্টার মদ, ১৮৪ ক্যান ডায়াব্লো সুপার স্ট্রং বিয়ার, ১৪ বোতল গ্রান্ড রয়েল মদ উদ্ধার করে।

ওসি আরো জানান, অভিযান চলাকালীন সময়ে মাদকব্যবসায়ী চক্রের আরো ২ জন অজ্ঞাতনামা মাদকব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক কারবারি চক্র সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Comment here