টেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

টেকনাফে বেফাকের ৪ দিন ব্যাপী হুফ্ফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু ৩ মার্চ

মো. আরাফত:
টেকনাফে বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড, বেফাক) এর সার্বিক তত্বাবধানে ৪ (চার)দিন ব্যাপী হুফ্ফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ কোর্স
শুরু হতে যাচ্ছে। বেফাক এর মহাপরিচালক অধ্যাপক মাও. যোবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আগামী ৩-৬ মার্চ ( ৪দিন ব্যাপী) কক্সবাজার জেলার, টেকনাফর উপজেলার সাবরাং দারুল উলুম বড় মাদরাসা ও এতিমখানায় চলবে হুফ্ফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ কোর্স । বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উক্ত প্রশিক্ষনে কোন প্রকার ফি নেওয়া হবে না, এবং প্রশিক্ষন শেষে অংংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
প্রশিক্ষণ প্রদান করবেন, ঢাকা মক্কী নগর মাদরাসার প্রধান ক্বারী হাফেজ ক্বারী আবু ইউসুফ, বেফাকের প্রশিক্ষক মাওলানা ক্বারী শামসুল আরেফীন।
বেফাকুল মারিস আরাবিয়া বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড, বেফাক) এর কক্সবাজার জেলা সাধারন সম্পাদক ও সাবরাং দারুল উলুম বড় মাদরাসা ও এতিমখানার মুহতামিম, মাওঃ নুর আহমদ জানান, দেশ বিদেশে বিভিন্ন শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ হয়ে থাকে কিন্তু সহি কুরআন চর্চার উপর উল্লেখযোগ্য কোন প্রশিক্ষণ নেই বললেই চলে। কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সেই সংকট পূর্ণ করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বোর্ড কর্তৃক নির্ধারিত প্রশিক্ষক ছাড়াও ৪দিন ব্যাপী হুফ্ফাজুল কুরআন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে শিক্ষকরা সহি কুরআন তেলাওয়াতের ওপর প্রশিক্ষণ নিয়ে প্রত্যান্থ অঞ্চলে সহি কুরআন চর্চার প্রসারকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।
তিনি সহিহ শুদ্ধ কুরআন শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সবাইকে অংশ গ্রহণের আহবান জানান। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২ মার্চ বিছানা, পত্রসহ প্রশিক্ষন কেন্দ্রে চলে আসার অুনরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগ- ০৮১৭-২৫০৫০৩/০১৭৩৬৭১৪২৬২।

Comment here