কক্সবাজারক্রাইমজাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফে ৪বস্তা ইয়াবা ফেলে পালালো মাদককারবারী !

টেকনাফে ৪ বস্তা ইয়াবা ফেলে পালালো মাদক কারবারী !
নুরুল আলম, টেকনাফ:
টেকনাফের নাজির পাড়া পয়েন্টে অর্ধডজন মাদক কারবারী চক্রের ফেলে যাওয়া ৪লাখ ৩০হাজার ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।
সুত্র জানায়, ২৭ আগস্ট রাতের প্রথম প্রহর দেড়টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন মিয়ানমার থেকে নাজির পাড়া পয়েন্ট বিআরএম-৫ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পশ্চিম দিকে আলুগোলার মাছের প্রজেক্টের মাঝেরকাঠি দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও নাজির পাড়া বিওপির পৃথক ২টি টহল দল কয়েকটি দলে বিভক্ত হয়ে কেওড়া বন ও বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৬ জন ব্যক্তি ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ১কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা বস্তা ফেলে দৌড়ে নাফনদীতে লাফ দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪টি প্লাাস্টিকের বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে মালিকবিহীন ৪লাখ ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) জানান, মাদক কারবারীদের সনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মাদক পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###

Comment here