ক্রাইমটেকনাফরোহিঙ্গা সমাচার

টেকনাফ সীমান্তে বিজিবি’র অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফ সীমান্তে বিজিবি’র অভিযান:
৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ
মোঃ রফিক (৩২) নামের একজন মিয়ানমার নাগরিককে আটক করেছে। সে মিয়ানমারের মংডু গুনাপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
২১ অক্টোবর শনিবার ভোর রাতে টেকনাফের সাবরাং সীমান্তে এ অভিযান পরিচালনা করে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ( বিজিবিএমএস) সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান আসবে এমন খবর পেয়ে
বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপি ও নাজিরপাড়া বিওপি’র দুটি চোরাচালান বিরোধী আভিযানিক টিম সাবরাং ধোপছড়া নামক স্থানে ধানক্ষেতের আইলে আড় ভাবে অবস্থান নেয়।
শনিবার ভোররাত ১ টার সময় ৪ জন ব্যক্তিকে একটি পলিথিনের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ওই এলাকার দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে বিজিবি টহলদল ধাওয়া করে মোঃ রফিক (৩২)-কে একটি পলিথিনের ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। অপর ব্যক্তিরা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মিয়ানমার নাগরিককে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

Comment here