উখিয়াক্রাইমরোহিঙ্গা সমাচার

অস্ত্র-গুলি সহ আটক দুই রোহিঙ্গা সন্ত্রাসী

অস্ত্র-গুলি সহ আটক দুই রোহিঙ্গা সন্ত্রাসী

উখিয়া প্রতিনিধি :

রোহিঙ্গা ক্যাম্পে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১ টি রাইফেলের গুলির খালি খোসাসহ দু” জন রোহিঙ্গা সন্ত্রাসীকে
গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছেন উখিয়া উপজেলার ৪ নং ক্যাম্পের জি/৫ সাব ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদ”র ছব্বির আহম্মদ (৩৫)।
২১ অক্টোবর শনিবার সকাল পৌনে ৯ টার সময়
৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-বি, সাব-ব্লক-বি/৮ এর সৈয়দ উল্লাহর দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন”র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল। তিনি জানান, তাঁরই ১৪ এপিবিএন”র সহ-অধিনায়ক (পুলিশ সুপার) “র মোঃ সাইফুজ্জামানের
তত্ত্বাবধানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার,
অংশু কুমার দেব” র নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT) রোহিঙ্গা ক্যাম্প-৫ এলাকায় অভিযান পরিচালনা করে সাব-ব্লক-বি/৮ সৈয়দ উল্লাহর দোকানের সামনে হতে কামাল হোসেন (৩০) কে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১ টি রাইফেলের গুলির খালি খোসাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছে। ধৃত আসামীর তথ্যমতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদ(৩৫) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল।
———-

Comment here