টেকনাফ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন লেদার ছৈয়দ নূর গং

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন লেদার ছৈয়দ নূর গং
টেকনাফ ভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে গত ১৪ জানুয়ারী “ ক্যাম্পের একক আধিপত্যে জকির ডাকাত : শালবাগান-লেদায় আতংকে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়রা ”শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন লেদা নূর আলী পাড়ার মুহাম্মদ হাসান, মুক্তার হোছন, রবিউল আলম, ও ছৈয়দ নূর। তারা উল্লেখ করেন, “রোহিঙ্গা ডাকাত গ্রæপের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা এলাকাতে কেউ এনজিওতে চাকুরী, অন্যরা বৈধভাবে দোকনপাট,সাব ঠিকাদারী ইত্যাদি করে জীবিকা নির্বাহ করে থাকি। বেশ কিছুদিন ধরে স্থানীয় নুরুল আমিন, ইমাম হোসেন গং এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর সুত্র ধরে আমাদের পরিবার তাদের হাতে আক্রান্ত হয়। এ বিষয়ে ছৈয়দ নুরের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর ১৭ জনের নামে মামলা দায়ের করে। এরপর আমাদের আত্বীয় মৌলভী নুর আলমের ছেলে শাহাব উদ্দিনকে ধরে নিয়ে অস্ত্র হাতে দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এ চক্রটি। এভাবে দু’পক্ষের মধ্যে বেশ কটি মামলা হয়। এ ছাড়া প্রতিপক্ষ গ্রæপটি মূলত রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করছে। প্রতিনিয়ত নুর আলী পাড়াতে গুলি বর্ষণ করে আতংক ছড়াচ্ছে। যার কারনে এখনো আমাদের বেশ কয়েকটি দোকান ও গাড়ীর গ্যারেজ বন্ধ রাখতে হয়েছে।
যা আইনশৃংখলা বাহিনী অবগত রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচারসহ একাধিক মামলাও রয়েছে। ইদিমধ্যে তাদের অত্যাচারে কয়েক শত রোহিঙ্গা পরিবার পাশ্ববর্তী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে। এসব বিষয় পাশ কাটিয়ে উল্টা আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করেছে বিভিন্ন দপ্তরে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের জড়িয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। আমরা প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি এবং সরেজমিন পরিদর্শণ করে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুুরোধ জানাচ্ছি। ”

মুহাম্মদ হাসান,
মুক্তার হোছন,
রবিউল আলম,
ছৈয়দ নূর
লেদা নূর আলী পাড়া. ন্সীলা, টেকনাফ।

Comment here