ক্রাইমরোহিঙ্গা সমাচার

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার তিন আরএসও সদস্য আটক

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার
তিন আরএসও সদস্য আটক

টেকনাফ প্রতিনিধি :

রোহিঙ্গা ক্যাম্প থেকে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ আটক করেছে এপিবিএন সদস্যরা। ৯ অক্টোবর সোমবার ভোররাতে টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন ক্যাম্পের সি /৫ ব্লকের ৭৫০ নং ঘরের
মনির আহমেদ’ র ছেলে কামাল হোসেন (২৭),
সি/২ ব্লকের ৩৪০ নং ঘরের আব্দুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/০৪ ব্লকের
তাজিমুল্লা”র ছেলে মুজিবুর (১৭)। এ সময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর সার্বিক দিক নির্দেশনায় ও সহ অধিনায়ক পুলিশ সুপার মোঃ জামাল পাশা এর নেতৃত্বে সোমবার (৯ অক্টোবর) ভোররাত ১ টার সময় গোপন সংবাদের ভিওিতে টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করা কালে ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। তারা মিয়ানমারের রোহিঙ্গা সংগঠন আরকান সলিডারিটি অর্গানাইজেশন( আরএসও)”র সক্রিয় সদস্য।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Comment here