অন্যান্যক্রাইমটেকনাফসারাদেশ

টেকনাফে মাদ্রাসা শিক্ষার্থীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় ৪জন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফ পৌর এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে কূপ্রস্তাবের প্রতিবাদ করাই ঐ ছাত্রীর পরিবারের উপর স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় ৪জন রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ১২আগষ্ট (শনিবার) বিকাল ৪টারদিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাবের প্রতিবাদ করায় স্থানীয় সব্বির আহমদ ওরফে শফিয়ার নেতৃত্বে তার পুত্র নুরুল হক ওরফে জুনাইয়াসহ ৭/৮ জনের একটি গ্রæপ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রীর বাবা শফির বাড়িতে হামলা চালিয়ে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী, খালাত বোন শাহিনা আক্তার (২২), ভাই মোহাম্মদ আলী (২৫) এবং মা মাহমুদা বেগম (৩৫) এর উপর হামলা চালিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হলেও মোঃ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
ছাত্রীর মা মাহমুদা বেগম বলেন, স্থানীয় বখাটে সব্বির আহমদ ওরফে শফিয়া দীর্ঘদিন ধরে তার মাদ্রাসায় পড়–য়া মেয়েকে আসা-যাওয়ার পথে কূপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়ে বিষয়টি বাড়ীতে বাবা-মাকে জানালে তা নিয়ে বহুবার কথা কাটাকাটি হয়। এরই জেরধরে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগীর পরিবার।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার জানান, এই ব্যাপরে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। ####

Comment here